স্বপ্নচারী

0
(0)
চায়না দেবনাথ
অচল চরণ স্বপ্ন চারী মন
ঝিম ধরে রই দক্ষিণ  জানালা খুলে,
এই বরাবর গেয়ো পথের বাঁক,
সে পথধরেই তোমার প্রত্যাগমন,
প্রত্যহই চোখা চোখি চলে,
গোপন কতোই  বোবা কথা হয়,
প্রতিবেশির অতন্দ্র প্রহরায়
নজর রাখার দায় পড়েছে  তার।
তোমার চোখের ভাষার ভাব বিনিময় টুকু,
স্পর্শ করে হৃদয় , শিউরে উঠি শরির জরোজর।
কখন কোথায়  কোলাহলে
মাতি,
এই মনে হয় তুমি এলে নাকি?
আচম্কাই ফিরি পিছন পানে,
মৃদু হাসি একলাই আনমনে।
কি কথা কই কখন কার সাথে
অাসেপাসে  কেউ কোথাও নেই,
অদৃশ্য যতো ঝিঝির ঘুঙুর  ছাড়া
তখনো তো চমকে উঠি একাই।
এই বুঝি রে জানলো এবার পাড়া,
ঐ-যে দুরে গেয়ো পথের বাঁকে  ওই খানেতেই দাড়িয়ে  তুমি  থাকো,
যায়না ছোঁয়া, হয় যে চোখা চোখি
নিরব চেয়ে কোন ভাষাতে ডাকো!!!!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.