Published On: Tue, Jun 16th, 2020

ত্রানে-তান্ডবে

Share This
Tags


চায়না দেবনাথ।

ডোবার পাড়ে,ঝোপের ধারে কোলা ব্যাঙের সুনছি ডাক,
আকাশ জুড়ে দল বেধে মেঘ
বজ্রাঘাতে দিচ্ছে হাক।
বিষম বায়ে প্রকম্পিত বসত ভীটা চুরমার,
লন্ড ভন্ড বৃক্ষ রাজ্জি
কেমন তর ধুন্ধুমার।
মুহুর্মুহু চম্কে ওঠে বিদ্যুৎ এরই বজ্রবান,
রাম-রাবনের যুদ্ধ তীরে আকাশ ভেঙ্গে খান খান।
প্রকৃতির এমন প্রলয় দেখে
প্রানিকুল আজ পাচ্ছে ভয়,
এ প্রলয় তো ক্ষনস্থায়ী
কাল বোশেখী চিরোস্থায়ী নয়।
মুসল ধারে বৃস্টি শেষে আধার কালো যায় ঘুচে,
নতুন প্রভাত রবির আলোয় প্রানের দুঃখ যায় মুছে।
এই প্রকৃতি রোষানল তো, এই প্রকৃতি দিচ্ছে ত্রান,
যুগে যুগে এমন করেই শত ঝঞ্জায় লড়ছে প্রান।।

About the Author

-

%d bloggers like this: