Published On: Fri, Jun 12th, 2020

সাহান আরা আবদুল্লাহ্’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

Share This
Tags


আহছান উল্লাহ।
সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেত্রী, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল -১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী’ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্’র সহধর্মীনি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র মা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেগম সাহান আরা আবদুল্লাহ্’র রুহের মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার বাদজুমা বরিশালের গৌরনদী উপজেলার সকল জামে মসজিদগুলোতে পৃথক পৃথক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান জানান, স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মুসল্লী, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন ওই সকল মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন। উপজেলার সকল জামে মসজিদসমুহের পেশ ইমামগন গতকালের জুমার নামাজ শেষে অনুষ্ঠিত ওই মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানগুলো পরিচালনা করেন।

About the Author

-

%d bloggers like this: