শাহনারা আবদুল্লাহর মৃত্যূতে প্রধানমন্ত্রীর শোক

0
(0)

আহছান উল্লাহ।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী  সাহান আরা বেগম অদ্য ০৭ জুন রাত ১১:৩০ টায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্বামী, ০৩ ছেলে ও ০১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৮জুন সকালে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গনে গার্ড অব অনার এবং জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে দাপন সম্পন্ন করা হয়।
শাহনারা আবদুল্লার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। এ জনপদের  জনসাধারনের মাতৃ সমতুল্য একজন দায়ীত্বশীলের প্রস্তান হল। স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ অঞ্চলের আওয়ামীলীগের বটবৃক্ষ ধরা হয় বঙ্গবন্ধুর ভাইগনা এবং বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের প্রভাবশালী মন্ত্রী সহিদ আবদুর রব সেনিয়াবাদের উত্তর শুরি আবুল হাসানাত আবদুল্লাহকে। সুংঘঠিত আওয়ামীলীগের বটবৃক্ষের ছায়া হলেন শাহনারা আবদুল্লাহ।
তার এ অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.