Published On: Wed, May 6th, 2020

নারী ও শিশুদের পাশে নির্বাহী অফিসার ইসরাত জাহান

Share This
Tags


আহছান উল্লাহ।
০৬ই মে ২০২০ইং বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর মানবিকতায় শিক্ত কয়েকটি পরিবারের নারী ও শিশু।
জানাগেছে নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান একটি মাধ্যমে জানতে পেরেছেন কয়েকটি পরিবার অসহায় অবস্থায় আছেন এমনকি ওইসব পরিবারের শিশুদেরও খাদ্যও সমস্যা হচ্ছে। তিনি ওই পরিবার গুলোকে তার নিজের কার্য্যালয়ে ডেকে আনেন। এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা করেন।
অর্থ সহায়তা পাওয়া জৈনক নারী বলেন সারে খুব ভালো মানুষ আমরা কল্পনাও করতে পারি নাই সারে আমোদের তার অফিসে ডেকে নিয়ে এই মহানুভবতার পরিচয় দিবেন। সারের সহায়তায় আমরা খুশি হয়েছি সারের জন্য দোয়া করি।

About the Author

-

%d bloggers like this: