গৌরনদীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এর অভিযান

0
(0)
আহছান উল্লাহ ।
বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় এবং ইউএনও গৌরনদী জনাব ইসরাত জাহানের তত্ত্বাবধানে আজ সকাল ১১ঃ৩০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত গৌরনদী  উপজেলার টর্কী বন্দর  এলাকায় মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণেবাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শাহাদাৎ হোসেন।
এ সময় তিনি ব্যবসায়ীদেরকে  ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য বিক্রয়ের পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। রমজানকে উপলক্ষ্য করে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও  তিনি জানান। একইসাথে লকডাউন বাস্তবায়নে বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় আড্ডা ও জনসমাগম ভেঙে দেওয়া হয়। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা করে চলার নির্দেশ দেন।বাজার মনিটরিংকালে অতিরিক্ত মূল্যে ভোগ্যপণ্য বিক্রি করায় হায়দার স্টোর নামে এক দোকানে ৩০০০ এবং অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় অন্য ইলেকট্রনিক্স নামে আরেক দোকানে ৫০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে  গৌরনদী  থানার উপ পরিদর্শক মো: আরিফুল ইসলামসহ পুলিশের  একটি দল উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান পবিত্র মাহে রমজানে মানুষের ভোগান্তি লাগবে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে  এ অভিযান অব্যাহত থাকবে।এছাড়া অতি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থেকে করোনা প্রতিরোধে সহযোগিতা করার অনুরোধ জানান জেলা প্রশাসনের এই এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.