গৌরনদীতে করোনা প্রতিরোধে তরুনদের উদ্যোগ

0
(0)

 

স্টাফ রিপোর্টার,গৌরনদী।
করোনা মহামারিতে মানুষ যখন আতঙ্কিত হয়ে ঘরমূখো । ঠিক সেই মুহুর্তে বরিশালের গৌরনদী পৌরসভার কিছু তরুন নিজস্ব উদ্যোগে সেবা মুলক কাজ করে এলাকায় প্রশংসা অর্জন করেছেন। পৌরসভার ৬,৭, নং ওয়ার্ড এবং শাওড়া ও বিজয়পুর এলাকার কিছু তরুন। তারা গঠন করেছেন কোবিট নাইন্টিন প্রতিরোধ নামে একটি কমিটি। এ কমিটির সদস্যরা পৌরসভার বিভিন্ন এলাকায় নিজস্ব উদ্যোগে সেচ্ছাসেবামূলক কাজ করছেন।
তাদের সেবামূলক কাজগুলো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা মূলক প্রচার মাস্ক বিতরন, জীবাণু নাশক স্প্রে, বিশেষ প্রয়োজনে সড়কে বের হওয়া মানুষদের টিম বসিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণু মুক্ত করন. বিভিন্ন যাবহনে জিবানু মুক্তকরন স্প্রে করা,নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বৃত্ত অঙ্কন করা।
কমিটির সদস্যরা হলেন, এস এম মাসুদ রানা,জহিরুল ইসলাম বাপ্পি,মোঃ আমির সরদার,মোঃ আমিরুল ইসলাম,মোঃ সাদ্দাম হোসেন টিপু ,মোঃ সোহেল মীর,মোঃ আসলাম শিকদার,মাঃ সিপন শিকদার,মোঃ কাওসার আহমেদ,মোঃ বরন ভুইঞা,মোঃ নেয়ামুর রহমান,মোঃআরমান শিকদার,মোঃ বাদশা ভুইঞা। সার্বিক তত্তাবাধয়নে আছেন মোঃ ফিরোজ শিকদার, মোসাঃ রোকেয়া বেগম, মোঃ ফেরদৌস সরদার, মোঃ ইসমাইল হোসেন তানিম, মোঃ আনোয়ার সরদার প্রমূখ।

 

 

সেবামূলক এ কমিটি গঠনের উদ্যোক্তা এস এম মাসুদ রানা জানান, কোবিট ১৯ মহামারিতে যে সকল সামাজিক কাজ সামনে আসবে.আমরা সকল ধরনের সেবা দেয়ার আপ্রান প্রচেষ্টা চালানোর সপথ নিয়ে এ সেবার কাজ আমরা শুরু করেছি। আমরা কৃতজ্ঞ যারা আমাদেও এ সেবার কাজকে উৎসাহ দিচ্ছেন। তিনি আরো জানান আমাদেও এ উদ্যোগ অন্য তরুনদেরও উৎসাহিত করবে বলে আমি মনে করি।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.