ঢাকা বরিশাল মহা-সড়কের গৌরনদীর অংশে লকডাউন

0
(0)


স্টাফ রিপোর্টারঃ ১১ এপ্রিল ২০২০ ঢাকা বরিশাল মহা-সড়কের এবং বরিশাল মাদারীপুরের সিমান্তবর্তী গৌরনদীর অংশে লকডাউন করা হয়েছে। মহা-সড়কের প্রবেশপথ মাদারীপুর বরিশালের সিমান্তবর্তী গৌরনদীর ভূরঘাটা লকডাউন করে চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়া গৌরনদী কালকিনি উপজেলার অবাধ চলাচলের জন্য পালরদী নদীর সব খেয়াঘাট বন্ধ করে দেয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট । মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন পকেট রোডে অভিযান চালানো হয়েছে। নিরাপদ দুরত্ব বজায় না রাখায় পাঁচব্যাক্তি,আদেশ অমান্য করে একটি চায়ে স্টল চালু রাখায় ৬৫০০ টাকা জড়িমানা আদায় করা হয়। সংবাদপত্র ও জরুড়ি সেবার কাজে নিয়োজিতরা লকডাউনের আওতামুক্ত থাকলেও সবার পরিচয় নিশ্চিত করতে হচ্ছে। বাহিরে বের হলে জবাদিহিতার মূখে পড়তে হচ্ছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সাধন কুমার মন্ডল ও হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, জেলা প্রশাসক এস এম অজিউর রহমান সারের নির্দেশে আমরা এখন কঠোর অবস্থানে। এ জন্যই লকডাউন করে চেকপোষ্ট এবং মোবাইল কোর্ট করা হয়েছে। তিনি মানবিক আবেদন করে বলেন আপনারা নিজেরা সচেতন হন অপরকে নিরাপদ রাখেন। নিরপদ দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলুন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.