গৌরনদীতে নারকেল গাছে ভাইরাস এলাকায় আতঙ্ক

0
(0)


স্টাফ রিপোর্টার,
বরিশালের গৌরনদীতে নারকেল গাছের ভাইরাস মহামারী আকার ধারন করায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। আর এ ভাইরাস রাতে এবং দিনে ধরন পরিবর্তন করায় সাধারন মানুষের মাঝে হৈ-চৈ পরে গেছে। এ বছর এ ভাইরাস বেশী হওয়ার কারনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। কৃষি বিভাগ এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই বললেও এলাকাবাসী বিষয়টি স্বাভাবিক ভাবে নিতে পাড়ছেন না।
গতকাল সরেজমিনে খোজ নিয়ে জানা গেছে, নারকেল গাছের পাতায় রাতে সাদা আবরন (ভাইরাস) পরে। সুর্য উঠার সাথে সাথে এ ভাইরাস ধরন পরিবর্তন করে কালো হয়ে যায়। আর নারকেল গাছের পাতা এবং নারকেল পুড়ে যায়। এ ভাইরাস সুপারি গাছেও অল্প অল্প দেখা যাচ্ছে।
উপজেলার হাজী কামাল হোসেন,শাহ আলম আকন,সোহাগ মিয়াসহ আরো অনেকে জানান আমাদের জীবনে নারকেল গাছের এমন পরিস্থিতি দেখি নাই। রাতে গাছের ধরন এক রকম সকালে অন্যরকম নারকেল গাছের পাতা ফল পুড়ে যায় এবং নারকেল গাছগুলো আস্তে আস্তে ঢলে পড়ছে। কৃষি বিভাগ যাই বলুক বিষয়টি গুরত্বসহকারে দেখার দাবী জানিয়েছেন ভুক্তোভোগিরা। উপজেলা সদরের রবিউল হোসেন জানান,বর্তমান পরিস্থিতে ঘটনাটি অতিব জরুরিভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দেখা উচিত। গাছ পালায় রোগ ব্যাধী থাকবে এটা স্বভাবিক কিন্তু নারকেল গাছের এ ভয়াবহ চিত্র আমাদের আতঙ্কিত করছে।
গতকাল গৌরনদী উপজেলা কৃষিকর্মকর্তা শেখ মামুনুর রশিদ কালের কন্ঠকে জানান,এটা নিয়ে ভয়ের কিছু নেই কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি। সংক্রমনটা এ বছর একটু বেশী এবং করোনার কারনে মানুষ একটু আতঙ্কবোধ করছে। একটু বৃষ্টি হলে এ সমস্যা থাকবে না।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.