Published On: Thu, Feb 27th, 2020

গৌরনদী আসছেন আগ্রাবাদের পীর হযরত আল্লামা হাফেজ কারী সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ

Share This
Tags

স্টাফ রিপোর্টার,গৌরনদী।
বিশিষ্ট গবেষক একুশে পদকপ্রাপ্ত আলেম তাফছিরুল কোরান মাসাহিদুল কোরানের প্রনেতা ও বোখারী শরিফের বাংলা ব্যখ্যাগ্রন্ত তাফহিমুল বোখারীর প্রনেতা ও বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসিয়াত বিল্পবের প্রধান উপদেষ্টা আগ্রাবাদের পীর ছাহেব হযরত আল্লামা হাফেজ কারী সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার বাদ এশা বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন বিল্বগ্রাম বায়তুল জান্নাত জামে মসজিদ ও জামেয়া রহমানীয়া সুন্নিয়া নিজামীয়া মডেল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে মুল্যবান নসিহত পেশ করবেন।
তার শুভ আগমন উপলক্ষে আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট-বরিশাল জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্টানে এন্তেজামীয়া কমিটির পক্ষ থেকে সকলকে অংশগ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

About the Author

-

%d bloggers like this: