Published On: Sun, Feb 9th, 2020

মুজিব বর্ষে শিক্ষকদের কাছ থেকে জাতি নতুন কিছু আশা করছে জেলা প্রশাসক বরিশাল

Share This
Tags

আগৈলঝড়া প্রতিনিধি
আগৈলঝাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
শিক্ষকদের উদ্যেশ্যে প্রধান অতিথি এসএম অজিয়র রহমান বলেন, মুজিব বর্ষে শিক্ষকদের কাছ থেকে জাতি নতুন কিছু আশা করছে। তাই প্রত্যেক শিক্ষককে জাতির জন্য কিছু দেয়া উচিত।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার।
অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরিণ তন্বী, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

About the Author

-

%d bloggers like this: