0
(0)

বাদামি মেছো প্যাঁচা
আহছান উল্লাহ// নিবাস: তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান, পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, চিন। এরা সূর্যাস্তের আগে শিকারে বার হয়। প্রায়শই দিনের বেলা শিকার করে। মেঘলা দিনে শিকার করতে পছন্দ করে। নিচু এলাকার জঙ্গলের ভেতরে থাকা জলের উৎসের ধারে বাসা বাঁধে। ছোট নদী ও ঝর্ণার ধারে পাথরের আড়ালে শিকার ধরার জন্য বসে থাকে। খাদ্য: সব ধরণের মাছ, ব্যাঙ, কাঁকড়া, পাখি, সাপ, ইঁদুর।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.