এলাকা ঘুরে শীতবস্ত্র দিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান

0
(0)

এলাকা ঘুরে শীতবস্ত্র নিয়ে ছিন্নমুলের গায়ে জড়িয়ে দিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান।। আগৈলঝাড়া প্রতিনিধি।। বেশ কয়েক দিন যাবত বইছে কনকনে শীত। ঘন কুয়াশা ও শীতের কারনে সরকারী ও বেসরকারীভাবে ইতোমধ্যেই শীতবস্ত্র ( কম্বল) বিতরন শুরু করা হয়েছে বিভিন্ন এলাকায়। তবে, শীত নিবারণের জন্য শীতবস্ত্র যাদের সবচেয়ে বেশী দরকার সেই অসহায় ছিন্নমুল, ভাসমান লোকজন রয়েছে বরাবরেরমত উপেক্ষিত। শীতের কারণে কাজ করতে না পারা খেটে খাওয়া ছিন্নমুল ওই সকল লোকজন জীবনযাত্রা যখন স্থবির তখন অসহায় ওই লোকজনের পাশে শীতবস্ত্র ( কম্বল) নিয়ে দাড়িয়েছেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বুধবার রাতে সরকারী গাড়ি ছেড়ে তিনি একটি ইজিবাইক নিয়ে ছুটে যান ছিন্নমুল লোকজনের খোঁজে। উপজেলার রাজিহার, বাকাল, কোদালধোয়া এলাকায় গিয়ে তিনি নিজের হাতে ছিন্নমুল লোকজনের গায়ে জড়িয়ে দেন শীতবস্ত্র ( কম্বল)। এই কনকনে শীতে একটু উষ্ণতার ছোয়া থেকে বঞ্চিত অসহায় ছিন্নমুল লোকজন কম্বল পেয়ে মহা খুশি। কম্বল পেয়ে শীতের পোষাক বিহীন কোদালধোয়া গ্রামের ভ্যান চালক বাবুলের এক টুকরো হাঁসি জানান দিচ্ছে এটা যেন তাদের জন্য বড়দিনের সবচেয়ে বড় উপহার।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.