বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তপূর্নভাবে তাদের ধর্ম পালন করছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, [ বাংলাদেশে হিন্দু,মুসলিম,খ্রিষ্টান,বৌদ্ধ সব ধর্মের মানুষ সৌহার্দপুর্ন পরিবেশে বসবাস করছে । বাংলাদেশের সংবিধানও সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। এ দেশে যে যার ধর্ম শান্তিপূর্নভাবে পালন করছে। মানুষের পরিপূর্ন জীবন বিধান ইসলামে রয়েছে। সে পথ ধরে এগুলো কোন মানুষ বিপথগামী হতে পারেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সু সম্পর্ক গড়েছিলেন। আর তার কণ্যা শেখ হাসিনা সে সম্পর্র্ক আরো জোরদার করেছেন।বর্তমান শেখ হাসিনার সরকার এ দেশে ইসলাম পরিপন্থী কোনও আইন বাস্তবায়ন করেনি এবং ভবিষতেও করবেনা। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই । সোমবার রাতে বাংলাদেশ ক্বারী সমতির উদ্যোগে মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাষ্টের ব্যবস্থাপনায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে এবছরই রাষ্ট্রীয় খরচে আলেম ওলামাদের হজ্বে পাঠানো হয়েছে। বর্তমান সরকার সরকারিভাবে দেশের ৬৪ টি জেলার প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মানের পদক্ষেপ নিয়েছেন। যে মসজিদে কেবল শুধু নামাজ আদায় হবে না, হবে ইসলাম চর্চার একটি পরিপুর্ন কেন্দ্র। সরকার ইতোমধ্যে মাদ্রাসার উন্নয়নে পদক্ষেপ গ্রহন করেছেন। মদ,জুয়া,ক্যাসিনো,সন্ত্রাস,দুর্নীতিসহ বিভিন্ন অনৈতিক ও অপরাধ মুলক কর্মকান্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান তিনি। মুত্য নিশ্চিত কিন্ত সময়টা অনিশ্চিত এ কথা স্মরণ করে মন্ত্রী বলেন আসুন নিজকে শুধরে নিয়ে কুরআন ও সুন্নাহ’র আলোকে ভবিষ্যত জীবন গড়ি। সম্মেলনে মিশরের শায়খ ড. ক্বারী আব্দুল নাসির হারাক ,শায়খ ক্বারী ঈদে শাবান (তানজানিয়া), শায়খ ক্বারী রেজাই আইয়ুব (তানজানিয়া) , শায়খ ক্বারী মাহমুদ আস-সৈয়দ আবদুল্লাহ আস সৈয়দ(মিশর),শায়খ ক্বারী শেখ মুহাম্মদ আহম্মদ মুহাম্মদ আব্দুল হাফিজ(মিশর), শায়খ ক্বারী জুলকারনাইন ফাদলী(ইন্দোনেশিয়া) বাংলাদেশের শায়খ আলহাজ্ব মাওলানা ক্বারী মো. হাবীবুর রহমান , শায়খ ক্বারী মো. নাজমুল হাসান,শায়খ ক্বারী এ কে এম ফিরোজ ও শায়খ ক্বারী জহিরুল ইসলাম ক্বেরাত পরিবেশন করেন। মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েলফেয়ার ট্রাষ্টের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সভাপতি মো. মাসুদুর রহমান, বাংলাদেশ ক্বারী সমিতির সভাপতি ক্বারী হাবিবুর রহমান, প্রভাষক মাহমুদুর রহমান খান। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ইসলামি ফাউন্ডেশনের পিরোজপুরের উপ-পরিচালক একেএম সাদ উদ্দীন, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র গোলাম কবির সহ সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.