Published On: Mon, Dec 2nd, 2019

পার্বত্য শান্তি চুক্তির ২২তম বার্ষিকী পালনে গৌরনদীতে বর্নাঢ্য আনন্দর‌্যালি ও সমাবেশ

Share This
Tags


স্টাফ রিপোর্টার,প্রতিনিধি
পার্বত্য শান্তি চুক্তির ২২তম বাষিকী পালনে গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদীতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য আনন্দর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বর্নাঢ্য র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে গৌরনদী বাসষ্টান্ডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান ,গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।, সিনিয়র আওয়ামীলীগ নেতা ও বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ,এম রাজু আহম্মেদ হারুন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান।
বক্তব্য রাখেন, চাঁদশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কান্ত দে চিত্ত, নলচিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈকত গুহ পিকলু, বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেত্রী সেলিনা আক্তার, সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেত্রী খায়রুন নাহার মায়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমার শামীম, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, সাবেক জি,এস, জাহিদুল ইসলাম, সাবেক এজিএস, রেজভি জামান রিয়াদ, কলেজ ছাত্রীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী পৌর ছাত্রলীগ নেতা মোঃ আতিক মিয়া প্রমুখ।

About the Author

-

%d bloggers like this: