স্বরূপকাঠি ও কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥

পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালন উপলক্ষ্যে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) থানা ও কাউখালী থানা পুলিশের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে স্বরূপকাঠি থানা চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো.রিয়াজ হোসেন (পিপিএম), ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার প্রমুখ। এদিকে কাউখালীতেও কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে শনিবার সকালে থানা চত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে থানা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার তদন্ত ইন্সপেক্টর তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সিকদার দেলোয়ার হোসেন, সামসুদ্দোহা চান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পুলিশিং কমিটির শতাধিক নেতা কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.