আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট

0
(0)

স্টাফ রিপোর্টার ঃ

 

জমি জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে আগৈলঝাড়ার পয়সাহাঠ বেইলি ব্রিজ সংলগ্ন মোল্লা ট্রেডার্সে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে।
মামলার এজাহার সুত্রে জানাগেছে পয়সাহাট বেইলি ব্রিজের উত্তর পার্শ্বে মেসার্স মোল্লা ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে, গত ৩ অক্টোবর সকালে প্রতিপক্ষের লোকজন আকস্মিক হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এতে প্রায় পাঁচ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আসাদুজ্জামান ওরফে অশ্রু মোল্লা বাদি হয়ে ৯ জনকে নামধরা ও আরো ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন শাহ আলম মিয়া,আলমগীর মিয়া,জেবারুল খান,লুৎফর রহমান,পাপন হাওলাদার,পিপুল সিকদার,যুথিকা হালদার,জিয়া খান,পারুল বেগম সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন। মামলা দায়েরর পর আগৈলঝাড়া থানা পুলিশ পাপন হাওলাদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আসাদুজ্জামান ওরফে অশ্রু মোল্লা আরো জানান প্রতিপক্ষরা আমাদের জানমালের ক্ষতি করার জন্য বিভিন্ন রকম সরযন্ত্র করে যাচ্ছে। আমারা এখন চড়ম নিরাপত্তাহীনতায় ভূগছি।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.