প্রভাষক এস.এম জাকির হোসেনের ইন্তেকাল

0
(0)

স্টাফ রিপোর্টার,গৌরনদী।

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক স্থানীয় শিক্ষার্থীদের অতিপ্রিয় শিক্ষক, এস.এম. জাকির হোসেন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর গতকাল বুধবার বেলা ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
জানাগছে, লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে পার্শ্ববর্তি দেশে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতাল থেকে দীর্ঘ চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে গৌরনদী উপজেলা সদরের দক্ষিন বিজয়পুর গ্রামের নিজ বাস ভবনে অবস্থান করছিলেন। গত ৪/৫ দিন পূর্বে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। স্বজনরা তখন তাকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুর ২টায় তার নিজ কর্মস্থল মাহিলাড়া ডিগ্রী কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা এবং বিকেল ৩টায় উপজেলা দক্ষিন বিজয়পুর হযরত সুফি আহম্মদ উল্লাহ’র বাড়ির জামে মসজিদের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ নিয়ে যাওয়া হয় তার পৈত্রিক নিবাস পার্শ্ববর্তি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্রোকিরচর গ্রামে। সেখানে বাদ আছর ৩য় জানাজা শেষে তার লাশ ওই গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.