আগৈলঝাড়ায় পুজা মন্দির পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

0
(0)

আগৈলঝাড়া সংবাদদাতা

শারদীয় দূর্গোৎসবে আগৈলঝাড়ার পুজা মন্দির পরিদর্শন করলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী ও জেলা প্রসাশক এসএম অজিয়র রহমান।১৫৪টি মন্দিরে পুজার মাধ্যমে দেশের সবচেয়ে বেশী পুজা অনুস্ঠিত হচ্ছ আগৈলঝাড়া উপজেলায়। দেশের সর্ববৃহৎ অনুষ্ঠেয় শারদীয় দুর্গোৎসবে মহা নবমী পুজা শেষে সোমবার রাত দশটায় উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী ও

 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উপজেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শেনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কর্মকর্তারা মন্দিরে উপস্থিত ভক্ত ও আগত দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল আলম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো,লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, থানা অফিসার ইন চার্জ মোঃ আফজাল হোসেন, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত সমদ্দার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ উপজেলা আওয়ামী লীগ ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এর আগে কর্মকর্তরা গৌরনদী উপজেলার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন।##

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.