ক্যাসিনো নিয়ে নির্মিত হচ্ছে নাটক
হযরত আলী হিরু ॥
এই মুহুর্তের দেশের সবচেয়ে আলোচিত বিষয় ক্যাসিনো কেলেঙ্কারী নিয়ে নির্মিত হচ্ছে নাটক ক্যাসিনো। নির্মাতা অঞ্জন আইচের নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, মনোজ প্রমানিক, সূচনা আজাদ, নাদিয়া ও মিমসহ আরও অনেকে। ১ লা অক্টোবর থেকে রাজধানীর আমিন বাজারে নাটকটির শুটিং শুরু হয়েছে। এ ব্যাপারে নাটকটির নির্মাতা অঞ্জন আইচ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে নাটকটি নির্মান করা হচ্ছে। ক্যাসিনো একটি বিদেশি খেলা। এটা আমাদের দেশে প্রচলিত হলে আমাদের দেশ কতটা ক্ষতির সম্মুখিন হবে সেটা এই নাটকটির গল্পে তুলে ধরেছি। ক্যাসিনোতে জড়িয়ে অনেকেই যেভাবে তাদের সহায় সম্বল হারাচ্ছেন আশা করি এ নাটকটি দেখে তারা সতর্ক হয়ে এ পথ থেকে ফিরে আসবে। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি অনলাইনেও নাটকটি প্রকাশ পাবে।