পুজোয় জমকালো ড্রেসের সঙ্গে মানানসই সাজতে হবে। আবার মেকআপ তখনই ভালো লাগবে যখন মুখটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখাবে। আর তারজন্য দরকার ফেসিয়াল করা। এদিক পার্লারে লম্বা লাইন। আবার অনেক ক্ষেত্রে অফিস থেকে ফেরার পথে সময় হয়ে ওঠে না। অগত্যা বাড়িতেই করতে হবে ঘরোয়া উপায়ে ফেসিয়াল।

তারজন্য, প্রথমে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। এরপর একটা টম্যাটো নিয়ে মুখে লাগিয়ে পাঁচ মিনিট রাখতে হবে। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে হালকা করে মুছে নিন। এবার একটা স্ক্রাবারের তৈরির জন্য মধু, দই ও বেসন এক চা চামচ করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাকটি মুখে, ঘাড়ে ও গলায় ভালোভাবে লাগিয়ে দশ মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবার ফেসপ্যাকের জন্য ড্রাই স্কিনের জন্য দই, হলুদবাটা, বেসন, টম্যাটো ও গোলাপজল মিশিয়ে প্যাক বানান। আর অয়লি ত্বকের জন্য মুলতানি মাটি, মধু ও গোলাপজল মিশিয়ে প্যাক বানান। এই প্যাকটি লাগানোর হালকা হাতে ম্যাসাজ করুন। মিনিট কুড়ি রেখে শুকোতে দিন। শুকিয়ে গেলে গরম জলে তুলো ডুবিয়ে সেটা দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। সবশেষে আপনি যে ক্রিম ব্যবহার করেন সেটা দিয়ে মুখে মিনিট তিনেক ম্যাসাজ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন। একবার ফেসিয়াল করাতেই কত পরিবর্তন। আর পুজোর আগে সপ্তাহে দু’দিন করে করলে পুজোর সময় নিজেকে চিনতেই পারবেন না।