উইঘুর মুসলিম বন্দীদের জোর করে হার্ট, কিডনি ও ত্বক

ছিনিয়ে নিচ্ছে চীনা প্রশাসন! এমনই নির্যাতনের চিত্র তুলে ধরে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বৈঠকে অভিযোগ করলো চায়না ট্রাইব্যুনাল নামে একটি আন্তর্জাতিক অঙ্গ নিপীড়ন দমন সংগঠন। সংস্থার পক্ষ থেকে ট্রাইবুনালের আইনজীবী হামিদ সাবি এই অভিযোগ করেন।

সাবি জানান, ‘গত কয়েক বছর ধরে সমগ্র চিনে ফালুন গং ও উইঘুরদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে উল্লেখযোগ্য হারে বলপূর্বক অঙ্গ আদায় করা হচ্ছে। এই গণনির্যাতনের শিকার হচ্ছেন কয়েক লক্ষ মানুষ।’

এদিকে চীন সরকারের এই কর্মকান্ড রাষ্ট্রপুঞ্জের সামনে তুলে ধরার পরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যদিও চীনের পক্ষ থেকে দেহ থেকে অঙ্গদানের কথা নাকচ করে দেওয়া হয়। টিডিএন বাংলা