বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ছুটছে শিক্ষার্থীরা

0
(0)

‘হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥

পিরোজপুরের স্বরূপকাঠিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানার লক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ী বাড়ী ছুটছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোথাও কোথাও মুক্তিযোদ্ধাদের বিদ্যালয়ে আমন্ত্রন জানিয়ে তাদের সাক্ষাৎকার নিচ্ছেন, চিরপরিচিত মুক্তিযুদ্ধের ও দেশের গান শোনাচ্ছেন মনখুলে। সবখানে মুক্তিযোদ্ধাদের ফুল ও সালাম দিয়ে অতি আপন করে মিলেছে শিক্ষার্থীরা। সকল বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থীরা প্রশ্নবানে বিদীর্ন করছে মুক্তিযোদ্ধাদের। গত এক সপ্তাহ ধরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রেরিত ৪১ প্রশ্নে উত্তর , অভিব্যাক্তি ও মতামত খুজছে শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধারাও শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছে স্বাচ্ছন্দে। উপজেলার সরকারী স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়, মাহামুদকাঠি ইছাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আলকিরহাট আর মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, সামসুন্নাহার হালিম মাধ্যমিক বিদ্যালয়, চান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাক্ষাৎ দিয়েছেন সাবেক উপজেলা কমান্ডার মো. জাহীদ হোসেন, কাজী সাখাওয়াৎ হোসেন, মো. মজিবুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, সাবেক সহকারী কমান্ডার জহিরুল হক, মো. নজরুল ইসলাম, মো. ফজলুল হক, মো. শাহাদাৎ হোসেন, আব্দুল কুদ্দুস, সাবেক ইউনিয়ন কমান্ডোর মো. সেলিম বাহাদুর, ইউনিয়ন কমান্ডার মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন খান, মুক্তিযোদ্ধা শাহ আলম প্রমুখ। একই সাথে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদশী ও সুশীল সমাজের প্রতিনিধি মো. মহিবুল্লাহ, আকলমের শহীদ কাজী সামসুল হকের পরিবারের পক্ষে কাজী সাইফুদ্দিন তৈমুর এবং যুদ্ধকালীন কমান্ডার মরহুম নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম বিপ্লব সহ শহীদ পরিবারের স্বাক্ষাৎকার নেয় তারা। এছাড়াও উপজেলার আরো ৬০ টি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকার মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিচ্ছে শিক্ষার্থীরা।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.