পিরোজপুরে ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রির টাকাসহ শিক্ষক ও তার সহযোগী গ্রেপ্তার

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥

পিরোজপুরে ৩০৩ বোতল ফেন্সিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকা সহ স্কুল শিক্ষক মো. মশিউর রহমান খান শুভ (৩২) ও তার সহযোগী সঞ্জয় কুমার বসুকে (২৮) রবিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই স্কুল শিক্ষক মশিউর পৌর শহরের ২নং ওয়ার্ডের ঝাটকাঠী এলাকার মৃত আশ্রাব আলীর পুত্র ও তার সহযোগী সঞ্জয় পৌর শহরের ১নং ওয়ার্ডের আলমকাঠী এলাকার বনদেব কুমার বসুর পুত্র। থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝাটকাঠী এলাকায় ওই স্কুল শিক্ষকের বাড়িতে বসে ফেন্সিডিল বেচা-কেনা হচ্ছে এমন খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা ৩০৩ বোতল ফেন্সিডিল ও নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ জানায়, আটককৃত চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান শুভ দীর্ঘদিন ধরে শহরে ফেন্সিডিল বেচা-কেনা সহ সেবন করে আসছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ মাদক ব্যবসার সাথে অন্যকেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাইপাস এলাকার যুবউন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের পশ্চিম পাশ থেকে ৭৯০ বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কার আটক করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.