ক্যালিফোর্নিয়ার দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা

0
(0)

স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার দাবানল আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার থেকে শুরু হওয়া ওই অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষ ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এখনো একশ’র ওপর নিখোঁজ। দাবানলের কারণে সৃষ্ট ২২টি অগ্নিকাণ্ড ঠেকাতে ওয়াইন কাউন্টিখ্যাত রাজ্যের এলাকাগুলোতে ৮ হাজারের বেশি দমকল কর্মীকে কার্যত যুদ্ধ করতে হচ্ছে। এরই মধ্যে দাবানলে সাড়ে তিন হাজার ভবন ও ঘর ভস্মীভূত হয়ে গেছে, নষ্ট হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি জমি, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। কর্মকর্তারা জানিয়েছেন, সোনোমা কাউন্টিতে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মেন্দেনো কাউন্টিতে আটজন, ইয়ুবাতে চারজন এবং নাপা কাউন্টিতে চারজন নিহত হয়েছে। ক্ষয়ক্ষতির এই পরিমাণ ১৯৩৩ সালে লস এঞ্জেলসের গ্রিফিথ পার্কের অগ্নিকাণ্ডের ভয়াবহতাও ছাড়িয়ে গেছে। সেবারের অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়েছিলেন। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দমকা হাওয়ার পরিমাণ বাড়ছে, যে কারণে দাবানল আরো ছড়াতে পারে। ক্যালিফোর্নিয়ার জরুরি বিভাগের পরিচালক মার্ক গিলারদুচ্চি বলেন, ‘আমরা এই দুর্যোগ থেকে বেরিয়ে আসার ধারে-কাছেও নেই।’ ফায়ার সার্ভিসের প্রধান কেন পিমলট সপ্তাহজুড়েই দমকা হাওয়ার আশঙ্কা করছেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.