দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার ——–গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥

গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারা দেশের সাথে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন। একজন সেবক হিসেবে পিরোজপুর জেলাকে মডেল জেলা হিসেবে গড়তে চাই। রাজনৈতিক ও দলীয় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শনিবার দুপুরে সন্ধ্যা নদীতে ফেরি সার্ভিস উদ্ধোধন উপলক্ষে ফেরিঘাট চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, সন্ত্রাস,দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে কোন নেই। আমরা কোন ক্যাডার চাই না। রাজনীতি কোন ব্যবসা নয়। দল করবেন দলীয় সিদ্ধান্ত মানবেন না তা হবে না। সিদ্ধান্ত মেনে দলীয় কর্মকান্ডে নিজকে নিয়োজিত করতে হবে।

ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন,্উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এস এম ফুয়াদ প্রমুখ। এ সময় পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাবেক সচিব এম শামসুল হক,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা আ.লীগ নেতা আক্তারুজ্জামান ফুলু , স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, পৌর মেয়র মো. গোলাম কবির উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের কুহুদাসকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও পরে পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.