Published On: Wed, Sep 18th, 2019

ম্যাগাজিনের কভার শুটে বিকিনিতে সানাই

Share This
Tags

হযরত আলী হিরু ॥

বরাবরই তিনি বাংলাদেশের শোবিজ অঙ্গনে আলোচনা ও সমালোচনার পাত্র হয়ে চলছেন। যদিও তার আলোচনার চেয়েও সমালোচনার পাল্লাই বেশি ভারি। তবুও সকল সমালোচনাকে প্রতিহত করতে সর্বদাই সাহসিকতার ভূমিকায় থাকছেন তিনি। তিনি আর কেউ নয় তিনি বর্তমান সময়ের আলোচিত নায়িকা সানাই মাহবুব সুপ্রভা। চলচিত্রে পদার্পনের শুরুতেই একাধীক ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে আলোচনা সৃষ্টি করার পাশাপাশি থাইল্যান্ডে ৩৫ লক্ষ টাকা খরচ করে ব্রেষ্ট ইমপ্লান্ট, সোস্যাল মিডিয়ায় উষ্ণ ছবি পোষ্ট, কিছু নির্মাতা ও প্রযোজকদের ওপেন চ্যালেঞ্জ ছোড়ার পাশাপাশি সাবেক এক মন্ত্রীর সাথে বাগদান নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। তবে কোন সমালোচনায় বিচলিত না হয়ে সমালোচকদের কখোনো আইনী সহায়তা নিয়ে বা কখোনো সোস্যাল মিডিয়ায় সাহসী লেখনী ও ছবি পোষ্টের মাধ্যমে জবাব দিচ্ছেন বেশ ভালভাবেই। আর এবার তিনি আলোচনায় এসেছেন একটি ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের কভার সুটে তার বিকিনি পরা ছবি নিয়ে। এ ব্যাপারে সানাই তার ফেইসবুক আইডিতে লিখেছেন ” পুরা দেশ, জাতি অপেক্ষা করছে আমাকে বিকিনি তে দেখার জন্য! সবার রাতের ঘুম হারামের আর একটা নাম সানাই.. হুম, আবেদন সমস্ত সংজ্ঞা পাল্টে দেওয়ার এক অবিসংবদিত নাম সানাই! সানাই মানেই যেনো আলাদীনের এক সুখের চেরাগ! রাইট?? অপেক্ষা করাতে কার না ভালো লাগে বলো! বিদ্রঃ আমার বিকিনি পিকচার টি একটি স্বনামধন্য ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের কভার শুটের জন্য করা হয়েছে! আমাকে বিকিনি তে সেই ম্যাগাজিনের কভারে দেখা যাবে! ” ফেইসবুকের এই পোষ্টাটিতে তার বহু ফেইসবুক ব্যবহারকারীরা ছবিটি দেখার জন্য তাদের আগ্রহ প্রকাশ করে কমেন্টস করেই চলছে। তাদের কমেন্টেসের ভাষাগুলো দেখে মনে হচ্ছে তারা যেন সানাইয়ের বিকিনি পরিহিত ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এ ব্যাপারে অভিনেত্রী সানাই মাহবুব জানান, নিন্দুকেরা যে যাই বলুক তাতে আমার কিছু আসে যায়না। আমি মনে করি তাদের সমালোচনাই আমাকে আজকে ধাপে ধাপে উচ্চস্তরে প্রতিষ্ঠিত করছে। সমালোচনা তারই করা যায় যার আলোচনা করার মত কিছু আছে। তবে যারাই সমালোচনা করছেন তারা আক্রমনাত্মক পন্থা পরিহার করে গঠনমূলক সমালোচনা করুন। চলচিত্র নির্মাতা গাজী মাহবুবের ”ভালোবাসা ২৪#৭” চলচিত্রের মাধ্যমে সানাইয়ের চলচিত্রে আত্মপ্রকাশ ঘটে। এরপরে তিনি সুপ্ত আগুন, দ্যা হিডেন ফায়ার, সাহসীযোদ্ধা, ময়নার ইতিকথা, প্রতিশোধ, প্রতিক্ষা সহ ৮ টি ছবিতে চুক্তিবদ্ধ হন। এর মধ্যে ময়নার ইতিকথা ও দ্যা হিডেন ফায়ার চলচিত্র দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

About the Author

-

%d bloggers like this: