Published On: Tue, Sep 17th, 2019

ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস উঠে গলে ঘররে উপর

Share This
Tags

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥

 

 

পরিোজপুররে ইন্দুরকানীতে চাকা পাঞ্চার হয়ে একটি যাত্রীবাহী বাস নয়িন্ত্রণ হারয়িে ঘররে উপর উঠে যায়। এঘটনায় একজন গুরুতর সহ বাকি আটজন কমবশেি আহত হওয়ার খবর পাওয়া গছে।ে সোমবার দুপুরে ইন্দুরকানী-সন্যাসী সড়করে চন্ডপিুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘট।ে আহতদরে উদ্ধার করে ইন্দুরকানী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে এবং পরিোজপুর জলো হাসপাতালে নয়িে যাওয়া হয়ছে।ে স্থানীয় ইউপি সদস্য মজিানুর রহমান এ খবর নশ্চিতি করনে।
জানাযায়, সোমবার দুপুররে দকিে ইন্দুরকানীর কলারণ খয়োঘাট থকেে গোলাপ (০২-০০২২) নামে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পরিোজপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্ডপিুর চৌমুহনী এলাকায় পৌছলে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়রি চাকা পাঞ্চার হয়ে যায়। এসময় গাড়টিি নয়িন্ত্রণ হারয়িে সড়করে পাশে একটি বসত ঘররে উপর উঠে যায়। এতে ঘরটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঐ ঘরটতিে কউে বসবাস করনে না বলে স্থানীয়রা জানান। এ র্দুঘটনায় গাড়তিে থাকা একজন গুরুতর সহ আরো আটজন কমবশেি আহত হয়ছেনে বলে প্রত্যক্ষর্দশীরা জানান।

About the Author

-

%d bloggers like this: