Published On: Sun, Sep 15th, 2019

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস প্রতিরোধ স্বরূপকাঠিতে পুলিশের মত বিনিময় সভা

Share This
Tags

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥

পিরোজপুরের স্বরূপকাঠিতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধি সমাজের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ওই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ আহম্মেদ পিপিএম। ওসি মো. কামরুজ্জামান তালুকদারের স্বাগত বক্তৃতার পর অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুস সালাম সিকদার, পূজা পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান, ইাউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার জনপ্রতিনিধি, নেতৃত্বস্থানীয় ও বিভিন্ন শ্রেনী পেশার প্রায় পাঁচ শতাধীক ব্যাক্তিবর্গ অংশগ্রহন করে।

About the Author

-

%d bloggers like this: