কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের বৃত্তিলাভ করেছে আনজুম শাহরিয়ার ইফতি
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
বাংলাদেশ কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের ২০১৮ সালের বৃত্তিলাভ করেছে আনজুম শাহরিয়ার ইফতি। মল্লিকা কিন্ডার গার্ডেন থেকে নার্সারী শাখায় ইফতির বৃত্তি লাভের ফলাফল শনিবার সকালে প্রকাশ করা হয়। আনজুম শাহরিয়ার ইফতি আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন ও গৃহিনী নাদিয়া জাহান মনি দম্পত্তির ছেরৈ মেয়েদের মধ্যে বড়। ইফতির জন্য সকলের দোয়া চেয়েছেন তাঁর বাবা ওসি মো. আফজাল হোসেন।