আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ বালক, (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল দশটায় সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিট, আমিনুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে উপজেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগন উপতি ছিলেন।
উদ্বোধনী খেলায় গৈলা ইউনিয়ন ১-০ গোলে বাকাল ইউনিয়নকে পরাজিত করে। উপজেলায় মোট ৫টি দল দল খেলায় অংশ গ্রহন করছে।