স্বরূপকাঠিতে কলেজ শিক্ষক সমিতির ত্রি -বার্ষিক সম্মেলন
হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা বাকশিস আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. মহসিন উল ইসলাম হাবুল। সংগঠনের উপজেলা সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র মৈত্রের সভাপতিত্বে ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু,অধ্যক্ষ মো. আমিনুর রহমান খোকন,বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হানিফ হোসেন তালুকদার,কেন্দ্রিয় কমিটির সদস্য অধ্যাপক মোসাদ্দেক হোসেন,অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান।এতে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম,ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ^াস, মো. দেলোয়ার হোসেন তালুকদার,মোসা. রহিমা খাতুন ও ড. রঞ্জন কুমার বৈদ্য প্রমুখ।