জেলায় প্রথম হলেন আগৈলঝাড়ার এএসআই মো. জাহিদুল ইসলাম
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
জেলায় দশ উপজেলার মধ্যে প্রথম হয়ে পুরস্কৃত হলেন আগৈলঝাড়া থানার এএসআই মো. জাহিদুল ইসলাম।
আগষ্ট মাসে জেলার মধ্যে সর্বাধিক ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করতে সক্ষম হওয়ায় এই পুরস্কার পেলেন আগৈলঝাড়া থানায় কর্মরত এএসআই মো. জাহিদুল ইমলাম।
বরিশাল জেলা পুলিশ লাইনে রবিবার অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ দমন সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) এর হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহন করেন এএসাই জাহিদুল ইসলাম।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, উর্ধতন কর্মকর্তা ও আদালতের নির্দেশিত আসামী গ্রেফতারে এএসআই জাহিদুল ইসলাম পুরস্কৃত হওয়ায় আগৈলঝাড়া থানা পুলিশ গৌরবান্বিত হয়েছে। তাঁর এই সফলতা আগামী দিনের কর্মতৎপরতায় আরও সহায়ক হবে বলে ও মনে করেন তিনি।