আগৈলঝাড়ায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিন জন অসুস্থ্য
আগৈলঝাড়া প্রতিনিধি:
আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিন জন অসুস্থ্য
হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। অসুস্থদেরকে আগৈলঝাড়া সাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত এগারোটার দিকে উপজেলার রাজিহার গ্রামের বাবুলাল মুন্সি ও তার স্ত্রী, সন্তান প্রতিদিনের ন্যায় রাতের খাবার খায়। খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই গৃহকর্তা বাবুলাল মুন্সি ও তার স্ত্রী অচেতন হয়ে পরে। তার কলেজ পড়–য়া ছেলে শুভ মুন্সি ওই একই খাবার খেয়ে ঝিমুনিভাব অনুভব করে। কোন দুস্কৃতি চক্রর মাধ্যমে খাবারের সাথে অচেতন দ্রব্য মেশানের বিষয়টি আঁচ করেন তিনি। তাৎক্ষনিক শুভ মুন্সী তার কাকা মৃনাল মুন্সি ওরফে টিংকু মুন্সিকে বিষয়টি অবহিত করেন। তিনি (টিংকু মুন্সি) অজ্ঞান অবস্থায় রাত বারোটার দিকে বাবুলাল মুন্সি (৫৮) তার স্ত্রী শিপ্রা রানী মুন্সী (৪০) ও তাদের ছেলে শুভ মুন্সিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গতকাল শনিবার দুপুর পর্যন্ত বাবুলাল ও তার স্ত্রী’র জ্ঞান ফেরেনি। রাতেই ঘঁনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. আফজাল হোসেন বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রোগী রা সুস্থ হয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।