ফের টেক্সাসে হামলা বন্দুকবাজদের! অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২১ জন। হামলা চলার সময়ে পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশের গুলিতে এক জন সন্দেহভাজন বন্দুকবাজও নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশসূত্রে আরও জানা গিয়েছে যে, ওই বন্দুকবাজের গুলিতে গুরুতর জখম হয়েছেন ল এনফোর্সমেন্টের তিন অফিসার। মিডল্যান্ড পুলিশ দফতর এবং ওডেসা পুলিশ ডিপার্টমেন্টের দুই কর্তাও বড় আঘাত পেয়েছেন। এ ছাড়াও পাবলিক সেফটি ডিপার্টমেন্টের এক কর্তাও গুরুতর জখম।

পুলিশ জানিয়েছে, শনিবার ওডেসা ও মিডল্যান্ড শহরের মাঝখানে একটি বড় রাস্তায় দু’টি গাড়ি করে এসে ডাক বিভাগের একটি গাড়ি ছিনতাই করে এক জন বন্দুকধারী। তবে দলে ছিল অনেক জন। গাড়িটি ছিনতাই করে এনে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা।

ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ সাধারণ মানুষকে নির্দেশ দিয়েছে ঘটনাস্থল থেকে দূরে থাকতে।টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পার্মিয়ান বেসিন ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকার বিভিন্ন শহরে প্রায় নিয়ম করেই এই বন্দুক-হামলার ঘটনা ঘটে। দুষ্কৃতী গুলিতে খুন হয়ে যান সাধারণ মানুষ। প্রতি বারই ভয়াবহ হত্যাকাণ্ডের পরে অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে। কিন্তু পরিস্থিতি বদলায় না।

চলতি মাসেই এটা টেক্সাসে দ্বিতীয় বন্দুক হামলা। এর আগে ৩ আগস্ট একটি বন্দুক-হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। টেক্সাসের এল পাসো শহরের এক শপিংমলকে টার্গেট করেছিল বন্দুকবাজেরা। মলের ভিতরে ঢুকেই চারপাশ থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছেন, এফবিআই ও অন্যান্য আইন-সংস্থা এই ঘটনায় অনুসন্ধান করছে।

ঘটনার কয়েক ঘণ্টা পরে ফেসবুকের পেজে টেক্সাস পুলিশ কর্তৃপক্ষ জানান, যে বন্দুকধারীকে হত্যা করা হয়েছে, সে-ই মূল চক্রী বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে কোনও বন্দুকধারী ঘটনাস্থলে নেই আর। পুলিশের সংস্থাগুলি ঘটনাটির তদন্তে নেমেছে।

মিডল্যান্ডের পুলিশ জানায়, মূল বন্দুকধারী ছোটো একটি টয়োটা গাড়িতে করে এসছিলেন। অন্য হামলাকারী মার্কিন ডাক বিভাগের একটি গাড়ি ছিনতাই করে সেটা চালিয়েই এসেছিল। ওই গাড়িতেই অনেকে ছিলেন। আচমকা গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। ওডেসা পুলিশের মুখ্য মাইকেল গেরকে জানিয়েছেন যে, একটি সিনেমা হলের পার্কিং লটের কাছেই নিজের গাড়ি পার্ক করে গুলি চালাচ্ছিল ওই বন্দুকবাজ। দ্য ওয়াল