বাংলা ডেস্ক: আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথে গোপনীয় বৈঠক সারলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। বর্তমান ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় নেতার সার্থক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি এদিনের বৈঠককে ঐতিহাসিক আখ্যা দিয়েছে উভয় সংগঠন।

উল্লেখ্য, জমিয়ত ও

আরএসএস ভিন্ন মেরুর দুটি সংগঠন। জমিয়ত মূলত মুসলিমদের নানান ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলনে শিরোনামে থাকে। অন্যদিকে আরএসএস হিন্দু ও হিন্দুত্ব নিয়েই কাজ করে থাকে। দুই মেরুতে অবস্থান করলেও দেশীয় পরিস্থিতি নিয়ে আলোচনায় সামিল হয়েছিলেন তারা।

সূত্রের খবর, এদিন নয়াদিল্লির ঝান্ডেওয়ালানে আরএসএসের দফতর কেশব কুঞ্জে বৈঠক হয় আরএসএস ও জমিয়ত উলমায়ে হিন্দের। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এদিনের বৈঠকে একদিকে যেমন কাশ্মীর ইস্যুতে কথা হয় ঠিক তেমনি গণপিটুনি সহ দেশীয় নানান সমস্যা নিয়েও কথা হয় উভয় নেতার মাঝে। টিডিএন