Published On: Sat, Aug 31st, 2019

মঠবাড়িয়ায় মাদ্রাসার ম্যানিজিং কমিটি নিয়ে বিরোধে ৩ জন জখম

Share This
Tags

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে হামলা চালিয়ে বাবা সাইদুল খানসহ (৬৫), ছেলে শাহাদাত (৩০) ও তৈয়ব খান (৩৮) কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বড়শৌলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এ হামলায় গুরুতর আহত বাবাসহ দুই ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ওই রাতেই কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। আহত তৈয়ব খান জানান, বড়শৌলা দাখিল মাদ্রাসার ম্যানিজিং কমিটি নিয়ে স্থানীয় ইউপি সদস্য লতিফ খানের সাথে একই এলাকার মোশারফ খানের সাথে বিরোধ চলে আসছিল এতে আহতরা ইউপি সদস্য লতিফ খানের পক্ষ নিলে মোশারফ খান ক্ষিপ্ত হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বড় শৌলা দাখিল মাদ্রাসার সংলগ্ন মালেকের দোকানের সামনে স্থানীয় মৃত: আব্দুল আলী খানের ছেলে মোশারফ খান, তার ছেলে নাছরুল ওরফে জাহিদ ও মোশারফ খানের জামাই বড় হারজী গ্রামের ধলু মিয়ার ছেলে আল-আমীনসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হমলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এ হামলার ঘটনার খবর পেয়ই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলাা প্রস্তুতি চলছে।

About the Author

-

%d bloggers like this: