আকস্মিক ভাঙনে ভা-ারিয়ায় কঁচানদীগর্ভে ৩টি ঘর বিলিন

0
(0)

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥

আকস্মিক ভাঙনে ভা-ারিয়া উপজেলার নদমূলা এলকার ৩টি ঘর কঁচানদী গর্ভে ৩টি ঘর বিলিন হয়েগেছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ ভাঙন শুরু হলে মুহুর্তের মধ্যে কঁচাতীরে বসবাসকৃত ৩টি পরিবারের ঘর, হাস-মুরগি ফসলি জমিসহ একটি বড় এলাকা নদীতে তলিয়ে যায়। ওইসব পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ঘর এবং মালামাল রক্ষা করতে পারেনি। এছাড়াও ভাঙনের মূখে রয়েছে আরও পাঁচটি বাড়ী। এসব বাড়ীতে বিশাল ফাটল লক্ষ্য করাগেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মৎস্যজীবি মো. নাসির উদ্দীন জানান, বুধবার রাত থেকেই ভাঙন শরু হয়। সকালে ভাঙনের তীব্রতা বাড়তে থাকে। তাদের তিল তিল করে গড়ে তেলা বাড়ী-ঘর ও মালামাল মহুর্তেই রাক্ষসী কঁচা নদী গিলে খেল। মৎস্যজীবি বেলায়েত হোসেন জানান, মালামাল রক্ষাতো দুরের কথা নিজেদের প্রাণ রক্ষা করাই দায়। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমসহ উপজেলা প্রশাসনের একটি দল গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ভাঙন কবলিত এলাকার লোকজনকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমূল আলম জানান, নদী ভাঙন রোধে কঁচানদীর তীরে ব্লক ফেলে বেড়িবাধ নির্মানের কাজ চললেও ভাঙন কবলিত এলাকাটি এ কাজের বাহিরে রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.