১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের খুনিরা একইসুত্রে গাঁথা – গৃহায়ন ও গণপুর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

0
(0)

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥

গৃহায়ন ও গণপুর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন স্বাধীনতা বিরোধী ও প্রতিক্রিয়াশীল দেশি বিদেশী চক্র মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড সংগঠিত করেছে। জিয়া, এরশাদ ও খালেদার অগনতান্ত্রিক সরকারগুলো বঙ্গবন্ধুর খুনিদের পূর্নবাসন করেছেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের দেশের বাইরে পুর্নবাসন করেছেন। তিনি (জিয়াউর রহমান) বঙ্গবন্ধুর হত্যার মদদদাতা ও উপকারভোগী। এরপর এরশাদ ও খালেদা জিয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের রাজনীতিতে পুর্নবাসন করেছেন। যা এদেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, ৭৫’র ১৫ আগস্টের ঘটনা শুধু বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে সীমাবদ্ধ নয়। ৭১’র সনের পরাজিতরা পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৯৭৫ সনের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব পরিবারের নিষ্ঠুর,নৃশংসভাবে হত্যা করে। এরপর ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে। তারপরও তারা শংকামুক্ত হতে না পেরে আবারো ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামীলীগকে নেতৃত্ব শুন্য করার জন্য শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করে । ’৭১, ’৭৫ এর ১৫ আগস্ট,৩ নভেম্বর,২০০৪ সালের ২১ আগস্টে আঘাতকারিরা এবং ১৯বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারিরা একইসুত্রে গাঁথা। বঙ্গবন্ধু পরিবারের আত্মত্যাগকে আমরা শক্তিতে পরিনত করে সামনে এগিয়ে যাব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অসাম্প্রদায়িক দেশ গড়ে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। অপশক্তির ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে। এটা হোক জাতীয় শোক দিবসের অংগীকার।উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এম এ বারী, সাবেক সচিব এম সামসুল হক, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, কেন্দ্রিয় যুবলীগের সদস্য মো. কামরুজ্জামান শামিম, জেলা যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, পৌর মেয়র গোলাম কবির, জেলা পরিষদ সদস্য এ্যাড. জাকারিয়া খান স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বায়েজীদ আহসান ও নারীনেত্রী সাহারা সুমা প্রমুখ। পরে দোয়া মাহফিল শেষে গণভোজের আয়োজন করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.