আগৈলঝাড়ায় বিএনপি সাবেক সভাপতি আব্দুল লতিফ মোল্লা আর নেই
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আগৈলঝাড়ায় বর্ষিয়ান নেতা, বিএনপি সাবেক সভাপতি, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান, আব্দুল লতিফ মোল্লা আর নেই। বুধবার রাত দু’টায় ৮৫ বছর বয়সে বার্ধক্য জনিত বিভিন্ন সমস্যা নিয়ে ঢাকার বারডেম হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।(ইন্নাল্লিাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি নাতনীসহ অসংখ গুনাগ্রাহী রেখে গেছেন।
আব্দুল লতিফ মোল্লা দীর্ঘ ২৭ বছর আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দলের কাছে অবমূল্যায়নের কারণে অভিমানী এই নেতা গত ৩০জুন দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। আব্দুল লতিফ মোল্লা বিএনপি’র রাজনীতি ছাড়াও গৈলা মাধ্যমিক বিদ্যালয়, গৈলা দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতির পদসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে নিজেকে জড়িত রেখেছিলেন। প্রবীন এই রাজনৈতিক নেতার মৃত্যুতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন দলের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার বাদ আছর গৈলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ শেষে কালুপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।