Published On: Wed, Aug 28th, 2019

গৌরনদীতে গভীর রাতে তিনটি দোকানে চুরি

Share This
Tags

স্টাফ রিপোর্টার,গৌরনদী ।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলা সদরের গৌরনদী-পয়সারহাট ভায়া গোপালগঞ্জ সড়কের ওয়েভ সিনেপ্লেক্সের (সাবেক নাহার সিনেমাহল) সামনে নিউ মার্কেটের তিনটি দোকানের তালা ভেঙ্গে দুধর্ষ চুরি সংংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল দোকান তিনটি থেকে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
ব্যবসায়ীদের সূত্রে জানাগেছে, ওই মার্কেটের এস,আর অটো এ্যান্ড সাইকেল পার্টস ষ্টোর থেকে পিভিন্ন প্রকার পার্টস, অটোর ব্যাটারী, বৈদ্যুতিক মর্টার, সাইকেল রিকসার টায়ারসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল ও এসডি লেডিস এ্যান্ড ভ্যারাইটিস ষ্টোর থেকে নগদ টাকা, থান কাপড়, কসমেটিকস, এমিটেশন জুয়েলারী সামগ্রীসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল, ও ডাঃ উত্তম দাসের চেম্বার কাম ফার্মেসীতে ঢুকে ড্রয়ার ভেঙ্গে কাগজপত্র মালামাল তছনছ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় এস,আর অটো এ্যান্ড সাইকেল পার্টস ষ্টোরের মালিক মোঃ শহিদুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে গতকাল বুধবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

About the Author

-

%d bloggers like this: