জিয়ার মরোনোত্তর বিচার দাবি করে আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালিত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
’
৭৫এর ১৫ আগষ্ট স্ব-পরিবারে জাতির পিতা হত্যা ষড়যন্ত্রে জেনারেল জিয়াউর রহমান জড়িত থাকা ও পরর্তিতে জোর করে ক্ষমতা গ্রহন করে খুনিদের পুরস্কৃত করায় জিয়ার মরোনোত্তর বিচার দাবি ও বিদেশে পালিয়ে থাকা ১৫ আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ করা ও ১৫ আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করার আহ্বান জানিয়ে ৩নং বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচিরর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপি জাতীয় শোক দিবসের অংশ হিসেবে বুধবার সকালে দাসপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, নীরবতা পালন, আলোচনাসভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
৩নং বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ারের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, যুগ্ম সম্পাদক আবুল বাশার হাওলাদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউনুস আলী মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহসভাপতি বজলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।