দাসেরহাট ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ি সমিমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
গৈলা দাসেরহাট ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ি সমিমিতির উদ্যোগে দাসেরহাট মৎস্য বাজারে সোমবার দুপুরে আলোচনাসভা, দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু’র সভাপতিত্বে শোক দিবসের তাৎপর্য তুলে ধরে শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, যুগ্ম সম্পাদক জসীম সরদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক চেয়ারম্যান দুলাল দাসগুপ্ত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ।
আলোচনাসভা শেষে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র দির্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।