Published On: Mon, Aug 26th, 2019

আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় মা মেয়ে আহত

Share This
Tags

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা মেয়েসহ দুই নারী আহত হয়ে হাসপাতালে ভর্তির অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বড় বাশাইল গ্রামের আহত লক্ষ্মণ চন্দ্র ঘটকের স্ত্রী বিশাখা ঘটক (৬৫) ও তার মেয়ে পুতুল ঘটক (৩০) জানান, গত রবিবার দুপুরে তাদের নিজ জমিতে লাগানো দু’টি চাম্বল গাছ কাটেন তারা। ওই গাছ কাটার কারণে তাদের প্রতিবেশী প্রভুদান ভাবুকের ছেলে এ্যানসন ভাবুক, স্বপন ভাবুক ও তপন ভাবুক লাঠিসোঠা নিয়ে লক্ষ্মণ চন্দ্র ঘটক ও তার পরিবারের উপর হামলা চালায়। তাদের হামলায় লক্ষ্মণ চন্দ্র ঘটকের স্ত্রী বিশাখা ঘটক (৬৫) ও তার বিয়ে দেয়া মেয়ে পুতুল ঘটক (৩০) আহত হয়।
আহতদের ওই দিন বিকেলে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত এ্যানসন ভাবুক সাংবাদিকদের বলেন, তারা তাদের গাছ কেটে আমাদের চিংড়ি ঘেরের মধ্যে ফেলে রাখার কারণে গাছের পাতা পচে চিংড়ি মাছ মরে যাওয়ায় তাদের বকাঝকা করা হয়েছে, কোন মারধর করা হয়নি। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সুস্থ হয়ে তারা অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

About the Author

-

%d bloggers like this: