স্বরূপকাঠিতে জন্মাষ্টমির অনুষ্ঠান থেকে ফেরার পথে স্কুলছাত্রী ধর্ষিত
হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে জন্মাষ্টমির অনুষ্ঠান থেকে মায়ের সাথে বাড়ি ফেরার পথে ধর্ষনের শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা এলাকার ভদ্রাংক গ্রামে। ঘটনার পর থেকে ওই গ্রামের বাবুল মন্ডলের ছেলে ধর্ষক বাসুদেব মন্ডল ও তার এক সহযোগী পালাতক রয়েছে। এ ব্যাপারে শনিবার রাতে ধর্ষিতার মা সবিতা মিস্ত্রী বাদী হয়ে দুই জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার খায়েরকাঠি গ্রামের হত দরিদ্র কার্তিক মিস্ত্রীর স্ত্রী সবিতা মিস্ত্রী তার মেয়েকে নিয়ে শুক্রবার রাতে পাশের গ্রাম ভদ্রাংক আশ্রমে জন্মাষ্ঠমির অনুষ্ঠানে যান। সেখান থেকে ভোর বেলা তারা বাড়ী ফেরার পথে ওই এলাকার বাবুল মন্ডলের বাড়ীর কাছে গেলে মায়ের অগোচরে ছাত্রীটিকে বাসুদেব মন্ডল ও তার এক সহযোগী পাশ^বর্তী পানের বরজের ভেতরে নিয়ে ধর্ষন করে। এরপর ছাত্রীটি বাড়ী গিয়ে বিষয়টি জানালে এলাকার লোকজন ইউনিয়ন চেয়ারম্যান শেখর সিকদারকে জানায়। চেয়ারম্যান ধর্ষিতা ও তার মাকে থানায় পাঠিয়ে দিলে পুলিশ তাদের বক্তব্য শুনে মামলা রজু করে। মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক মো. মাহফুজুর রহমান জানান, বাদীর অভিযোগ পেয়ে রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। সহযোগী ছেলেটি উজিরপুর উপজেলার নারায়নপুর এলাকার বাসিন্দা। ভিকটিমকে শারিরিক পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। ওসি কেএম তারিকুল ইসলাম জানান, মামলা রুজু করার পর রাতে ব্যাপক অভিযান চালানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।