Published On: Fri, Aug 23rd, 2019

স্বরূপকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

Share This
Tags

স্বরূপকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে নানা কর্মসুচির মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধমীয় পূজাপার্বন, আলোচনা সভা, র‌্যালি ও খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জগৎপট্টি সাহা পাড়ার রাধা গবিন্দ সেবাশ্রমে পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আর মামুন বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ওসি কে এম তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, শেখর চন্দ্র সিকদার, প্রগতি মন্ডল, আওয়ামীলীগ নেতা, আব্দুস সালাম সিকদার, শওকত আকবর, কাজী সাইফুদ্দিন তৈমুরপ্রমুখ। আলোচনা শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সব শেষে খাবার বিতরন করা হয়।

About the Author

-

%d bloggers like this: