Published On: Fri, Aug 23rd, 2019

পিরোজপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

Share This
Tags

পিরোজপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে শহরের আখড়াবাড়ী মদন মোহনজীউ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংযমের প্রতিক হাতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় কালীবাড়িতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য চন্ডিচরণ পাল, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য ডা. তপন কুমার বসু, পিরোজপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আহবায়ক সুনিল চক্রবর্তী, সদস্য সচিব সুভাষ চন্দ্র সরকার প্রমূখ। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় কালী বাড়িতে ভক্তিমূলক গান, গীতা পাঠ প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

About the Author

-

%d bloggers like this: