Published On: Wed, Aug 21st, 2019

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে গৌরনদীতে শোকর‌্যালি আলোচনা সভা

Share This
Tags

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে
গৌরনদীতে শোকর‌্যালি আলোচনা সভা

স্টাফ রিপোর্টার,গৌরনদী ।
২১আগস্টের গ্রেনেড হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় ফাঁসির দাবিতে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদীতে উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক শোকর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শোকর‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুর্নরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর ২১আগষ্টের শহীদদের স্মরনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বরিশাল জেলা পরিষদের সদস্য প্রবীন আওয়ামীলীগ নেতা এইচ,এম রাজু আহাম্মেদ হারুন।

About the Author

-

%d bloggers like this: