Published On: Wed, Aug 21st, 2019

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে স্বরূপকাঠিতে দোয়া ও আলোচনা সভা

Share This
Tags

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে স্বরূপকাঠিতে দোয়া ও আলোচনা সভা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আ.লীগ দলীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলার নিন্দা, হামলায় জড়িতদের ফাঁসি ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় পিরোজপুরের স্বরূপকাঠিতে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা আ.লীগের উদ্যোগে উপজেলা আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম। উপজেলা আ.লীগ সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুস সালাম সিকদার, শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রভাষক কাজী সাইফুদ্দিন তৈমুর, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কাজী ফায়েজ ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রনী দত্ত প্রমুখ। সভাশেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

About the Author

-

%d bloggers like this: