আগৈলঝাড়া ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ
আগৈলঝাড়া ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো.আসাদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ আ. ছালাম হাফেজ বাবুল খান, হাফেজ মাওলানা আসাদুজ্জামান।
আলোচনা শেষে কোরান খতম, হাম-নাদ ও গজলে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। পরে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।